ইসলামাবাদ: জঙ্গি সংগঠন তালেবানের পাকিস্তান শাখার প্রধান হাকিমুল্লাহ মেহসুদ মানববিহীন মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছে।
সোমবার প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে গত ১২ জানুয়ারি ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি কর্মকর্তারা জানান, তারা তালেবান জঙ্গিদের মধ্যে চলা রেডিও কথোপকথন শুনেছেন। এতে জঙ্গিরা মেহসুদ মারা গেছেন কি না তা নিয়ে আলোচনা করছিল।
রেডিওতে শোনা কিছু জঙ্গির কণ্ঠে মেহসুদ নিহত হওয়ার খবরটি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে একজন মুত্যুর খবরটি রেডিওতে আলোচনা করায় সমালোচনা করছিল।
তবে এ বিষয়ে পাকিস্তানি সরকারের তরফ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তালেবান গোষ্ঠী হাকিমুল্লাহ মেহসুদের মুত্যুর বিষয়টি নাকচ করেছে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২