ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনি প্রেসিডেন্টের দায়মুক্তি বিলে সংশোধনী আনা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জানুয়ারি ২০, ২০১২
ইয়েমেনি প্রেসিডেন্টের দায়মুক্তি বিলে সংশোধনী আনা হয়েছে

সানা: সদ্য ক্ষমতা থেকে সরে দাঁড়ানো ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর দায়মুক্তির খসড়া আইনে সংশোধনী আনা হয়েছে।

নতুন খসড়া আইনে গত কয়েক মাসের বিক্ষোভ সহিংসতায় প্রাণহানির ব্যাপারে প্রেসিডেন্টের সহচরদের দায়মুক্তি সীমিত করা হয়েছে।



আইনমন্ত্রী মোহাম্মদ মাখলাফি জানিয়েছেন, মানবাধিবার সংগঠন, জাতিসংঘ এবং প্রতিবাদকারীরা প্রেসিডেন্টের দায়মুক্তির খসড়া আইনের তীব্র সমালোচনা করায় এই আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে প্রেসিডেন্টের সহযোগীদের শুধু ‘রাজনৈতিক মামলা’ থেকে অব্যাহতি পাওয়ার বিধান রাখা হয়েছে। ’

মাখলাফি আরও জানান, আগের খসড়া আইনে সালেহর সহযোগীদের পূর্ণ সুরক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। তবে বর্তমান সংশোধনীতেও তারা সুরক্ষা পাবেন। তবে ‘রাজনৈতিক মামলা’ বলতে কোনও ধরনের মামলা বুঝানো হচ্ছে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি মন্ত্রী।

উল্লেখ্য, আরব বসন্তের ধারাবাহিকতায় ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। এ জন্য তাকে পূর্ণ দায়মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়।

এই সমঝোতার মাধ্যমেই উপসাগরীয় দেশ ইয়েমেনে আলি আবদুল্লাহ সালেহর দীর্ঘ ৩৩ বছরের শাসনে অবসান ঘটে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।