মেক্সিকো সিটি: মেক্সিকোর স্বঘোষিত এক জ্যোতিষীশ্রেষ্ঠ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবার নির্বাচনে হারবেন।
আন্তোনিও ভাসকেস নামে এই ব্যক্তি নিজেকে ‘ব্রুহো মেয়র’ বা গ্র্যান্ড জ্যোতিষী বলে দাবি করেন। মেক্সিকোর দক্ষিণ-পূবঞ্চলীয় শহর কেতামাক কেন্দ্রিক ঐতিহ্যবাহী জ্যোতিষী সংস্কৃতি এখন তার নেতৃত্বে চলছে।
নতুন বছরে তিনি আগামী ২৫ বছরের জন্য অনেকগুলো ভবিষ্যদ্বাণী করেছেন।
এর মধ্যে এও বলেছেন, এই বছর লাতিন আমেরিকার আরও দুই নেতার শরীরে ক্যান্সার ধরা পড়বে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফারনান্দেস, ব্রাজিলের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও লুইস ইনাসিও লুলা দ্য সিলভা, প্যারাগুয়ের ফারনান্দো লুগো এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১