শিকাগো: চাকরি ও বাসস্থান হারানোর করুণ কাহিনী বর্ণনা করে টুইট করার পর রীতিমতো সেলিব্রেটি বনে গেছেন শিকাগোর অ্যান ম্যারি ওয়েলশ।
৪১ বছর বয়সী এই নারী পাঁচ বছর আগে বিয়ে বিচ্ছেদ এবং চাকরি হারানোর পর থেকেই গৃহহীন।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক, টুইটার এবং ব্লগে তিনি তার জীবনের মর্মান্তিক কাহিনী বর্ণনা করেছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে একটা মানুষ সুখী-সুন্দর দাম্পত্য জীবন থেকে হঠাৎ করে গৃহহীন হয়ে পড়ে।
সবকিছু হারিয়ে ওয়েলশ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ওয়েবসাইটে তার স্ট্যাটাস হালনাগাদ করার জন্য তিনি নিয়মিত আরলিংটন হেইটস মেমোরিয়াল লাইব্রেরিতে যেতেন ফ্রি ইন্টারনেট সুবিধা নেওয়ার জন্য।
তার ঘটনাটি ইন্টারনেট ব্যবহারকারীদের মনে এতোটাই সাড়া ফেলেছে যে, টুইটারে হু হু করে বাড়তে থাকে তার অনুসারি। বর্তমানে তার টুইটার অনুসারি ৪ হাজার ২শ’।
এমনকি শেষ পর্যন্ত একটা মাথা গোঁজারও ব্যবস্থা হয়ে গেছে ওয়েলশের। টুইটারে একজন তার সঙ্গে যোগাযোগ করে অস্থায়ীভাবে একটি বাড়ির ব্যবস্থা করেছেন।
হাজার সমালোচনা থাকলেও সামাজিক যোগাযোগের এই আধুনিক মাধ্যমকে আরেকবার ধন্যবাদ জানাতেই হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১