মিন্দানাও: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে এবং শতাধিক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক গভর্নর ভবন থেকে এ দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়।
গত মাসেই মিন্দানাও দ্বীপে এক প্রলয়ংকরী ঝড়ে প্রায় এক হাজার দুইশ’রও বেশি মানুষ মারা যায়।
কমপোসতেলা ভ্যালির প্রাদেশিক গভর্নর আর্তু উই বলেন, ‘ওই সময় বেশকিছু খনি শ্রমিক স্বর্নের সন্ধানে খোড়াখুড়ি করছিলো। গত ডিসেম্বর থেকেই বেশ ভারি বর্ষণ হচ্ছে এখানে। যার ফলে মাটি অনেকটাই নরম এখানকার। ’
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের মতে, ‘স্থানীয় সময় ভোর রাত তিনটার সময় এই দুর্ঘটনা ঘটে। ’
উই আরও বলেন, ‘ভূমিধসে আহত অনেককেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত স্থানটি এমনিতেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। গত বছরের এপ্রিল থেকেই ওই এলাকা থেকে আমরা মানুষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছি। কিন্তু তারপরেও অনেকেই রয়ে গেছে ওখানে। ’
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২