ক্যালিফোর্নিয়া: উৎপাদন কমে যাওয়ায় গত বছর যুক্তরাষ্ট্রে টয়োটা ও হোন্ডার বিক্রয় ব্যাপক হারে কমেছে। পরিসংখ্যানে দেখা যায় জাপানের ভূমিকম্প এবং থাইল্যান্ডের ভয়াবহ বন্যা উৎপাদন কমে যাওয়ার মূল কারণ।
উভয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ২০১০ সালের তুলনায় বিক্রয় কমেছে ৭ শতাংশ।
অন্যদিকে তাদের প্রতিদ্বন্দী নিসানের বিক্রয় বেড়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের বিক্রয়ও বেড়েছে।
সর্বোপরি গত বছরের তুলনায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রয় বেড়েছে ১০ শতাংশ। অর্থমুল্যে এর পরিমান ১২ দশমিক ৮ মিলিয়ন ডলার।
জাপানের গাড়ি প্রস্তুতকারকদের জন্য ২০১১ সাল ছিল খারাপ সময়। জাপানের সুনামি এবং থাইল্যান্ডের বন্যার ফলে তাদের উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া ইয়ুনের দাম বৃদ্ধির ফলে গাড়ি রপ্তানিতে খরচ বেড়ে যাওয়ায় বিশ্বে গাড়ি বিক্রয় কমে গেছে।
গত মাসে টয়োটা তাদের উৎপাদন ও বিক্রয় ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় যা তাদের ক্ষতি পোষাতে সক্ষম হবে মনে করেন।
এর ফলে টয়োটা বৃহৎ গাড়ি প্রস্তুতকারক হিসেবে যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের কাছে সুনাম হারায়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘন্টা, জানুয়ারি ০৫,২০১২