মেক্সিকো সিটি: মেক্সিকোর উত্তরের এক কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। কারাগারে বন্দী বিভিন্ন সন্ত্রাসী গ্যাং সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
আলতামিরা শহরের কারাগার কর্তৃপক্ষ জানায়, ‘নিহতরা বেশিরভাগই ছুরি এবং হাতে নির্মিত অস্ত্রের আঘাতে মারা গিয়েছে। এছাড়াও অন্তত ১৩ জন আহত হয়েছেন এ ঘটনায়। ’
আলতামিরা শহরটি তামাউলিপাস রাজ্যের অংশ। এই শহরে জিতাস গ্যাং এবং গালফ কার্টেলের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ বিরাজমান। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাচারের রুট নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব।
এই গ্যাং সদস্যরা মাঝেমধ্যেই মেক্সিকোর কারাগারে দাঙ্গার সৃষ্টি করে। মেক্সিকোর কারাগারগুলো অতিরিক্ত জনবহুল হওয়ার কারণেও প্রায়শই এঘটনা ঘটে।
২০০৬ সাল থেকে মাদক নিয়ে সংঘর্ষে চল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২