ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানি জঙ্গীদের হাতে ১৫ জন নিরাপত্তা রক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, জানুয়ারি ৫, ২০১২
পাকিস্তানি জঙ্গীদের হাতে ১৫ জন নিরাপত্তা রক্ষী নিহত

ওয়াজিরিস্তান: পাকিস্তানের ওয়াজিরিস্তানে অফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গীদের হাতে পনেরো জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। গত মাসে এই নিরাপত্তারক্ষীদের আফগান সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।



উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা সাদা-উ-আলা এবং সালাম খান বলেন, ‘শিওয়া শহরের কাছে ওই মৃতদেহগুলো পাওয়া যায়। মৃতদেহগুলো সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলো। ’

গোয়েন্দা কর্তৃপক্ষ ওই সেনাদের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা মৃত সেনাদের কোনো নাম প্রকাশ করেনি।
 
এদিকে এক বিবৃতিতে পাকিস্তানি তালেবানরা জানায়, ‘জানুয়ারির ১ তারিখ সেনাবাহিনীর হাতে তালেবান সদস্যদের নিহত হওয়ার জবাব দিতে এই হত্যা করা হয়েছে। ’

মৃতরা সবাই পুলিশ বাহিনী সদস্য। আফগান সীমন্তবর্তী অঞ্চলে পাহাড়া দেওয়াই মূলত এদের কাজ। গত ডিসেম্বরের ২২ তারিখ তাদের অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।