বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের এক শিয়া এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৪জন নিহত হয়েছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, ‘বোমা বিস্ফোরণে অন্তত ৬৬ জন আহত হয়েছে। বাগদাদের সদর শহরে এবং কাদিমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ’
সূত্র জানায়, ‘মোটরসাইকেলে মধ্যে বোমা পেতে রাখা হয়েছিল। এছাড়াও রাস্তার পাশে আরও তিনটি বোমা বিস্ফারিত হয়। ’
সম্প্রতি ইরাকে পরপর অনেকগুলো বোমা হামলা দেশটিতে জাতিগত দাঙ্গা উস্কে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। দেশটির ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
স্থানীয় সময় সকাল নয়টার দিকে এ বোমা বিস্ফোরিত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। কাদিমিয়ায় বোমা বিস্ফোরণে মারা যায় ১৪ জন মানুষ। অপরদিকে সদর শহরে মোটর সাইকেল বোমার আঘাতে আটজন মানুষ মারা যায়।
বাগদাদের হাসপাতাল সূত্র জানায়, সদর শহরে প্রথম বোমা বিস্ফোরণের ত্রিশ মিনিট পর অন্য বোমাগুলো বিস্ফারিত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২