ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে ঘন কুয়াশার কারণে ১৫ ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জানুয়ারি ৫, ২০১২
দিল্লিতে ঘন কুয়াশার কারণে ১৫ ফ্লাইট বিলম্বিত

দিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার কারণে ১৫ টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সকালে ঘন কুয়াশার কারণে শুধু বিমান নয় রাস্তা, রেল যোগাযোগও ব্যাহত হয়েছে।



ভারতের তাপমাত্র বিভাগ থেকে বলা হয়, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হয় এবং বলা হয় তাপমাত্রা ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে।

সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিশক্তি প্রায় শূন্যে নেমে আসে।

ঘণ কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিচালনায় ব্যাঘাত ঘটে। এই জন্য ১৫ টি ফ্লাইট পরিচালনায় বিলম্ব হয়।

বিমান ছাড়াও ট্রেন চলাচল বিলম্বিত হয়। রাস্তায় গাড়ি চলেছে বাতি জ্বালিয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।