ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমার আরও রাজবন্দী মুক্তি দেবে: উইলিয়াম হেগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জানুয়ারি ৫, ২০১২
মিয়ানমার আরও রাজবন্দী মুক্তি দেবে: উইলিয়াম হেগ

নাঈপিদো: মিয়ানমার আরও রাজবন্দী মুক্তি দেবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। মিয়ানমার  সফরকালে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ মন্তব্য করেছেন।



গত ৫৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে গেলেন।  

এসময় তিনি মিয়ানমারের রাজধানী নাঈপিদোতে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনায় অংশগ্রহন করেন। এরপর তিনি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র সঙ্গে দেখা করতে ইয়াঙ্গুনে যান।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রাজবন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চয়তা প্রদান করেছেন। দেশটিতে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের চিন্তাকে আমি সাধুবাদ জানাই। ’

তবে পরবর্তীতে অবশ্য মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মাউঙ লাই একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘মিয়ানমারে কোনো রাজবন্দী আছে বলে জানা নেই। এখানে যারা আছে তারা সবাই অপরাধী। ’

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।