নিউইর্য়ক: বিশ্বের অর্ধেক ধনকুবের বসবাস করেন যুক্তরাষ্ট্রে। আর একই স্থানে এই বিশাল সংখ্যক ধনী ব্যক্তির সন্নিবেশ পৃথিবীতে একটি অসামঞ্জস্যতার সৃষ্টি করেছে।
ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদ ব্রাংকো মিলাভোনিক তার বইতে লেখেন, ‘বিশ্বের ধনীদের অর্ধেকই বাস করেন যুক্তরাষ্ট্রে। যা সংখ্যায় ২৯ মিলিয়ন। ’
বইতে তিনি আরও লেখেন, ‘কর দেওয়ার পর তারা ৩৪ হাজার ডলার নিয়ে থাকে যা বিশ্বের ধনীদের ১ শতাংশ অর্থের সমান। আর এটি তাদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রযোজ্য। এমনকি পরিবারের শিশু সদস্যটির জন্যও তা প্রযোজ্য। ’
এছাড়া ৪ মিলিয়ন ধনীর বাস জার্মানিতে। অন্যান্যরা ইউরোপের বিভিন্ন জায়গায়, ল্যাটিন আমেরিকায় এবং কিছু বাস করেন এশিয়ায়।
পরিসংখ্যানে বলা হয় আফ্রিকায় কোন ধনী বসবাস করেন না। চীন এবং ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।
বিশ্বে দ্রুত বর্ধনশীল মধ্যবর্তী শ্রেনীর মানুষদের মধ্যে এই পরিসংখ্যানটি চালানো হয়েছে।
এ ব্যাপারে মিলাভোনিক বলেন, এটা নিশ্চিত যে চীন ও ভারত অর্থনৈতিক উন্নতির সাথে এগিয়ে যাচ্ছে। যার ফলে তাদের দেশের জনগনও অর্থনৈতিক ভাবে উন্নত হবে। কিন্তু এটি মনে রাখতে হবে, উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া শুরু করেছে যা মধ্যবর্তী শ্রেনীগুলো এখনও পারেনি।
তিনি আরও বলেন, এটি বলার প্রয়োজন নেই, যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেনীর খাদ্য সমস্যা নেই।
বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২