ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বাস দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, জানুয়ারি ৫, ২০১২
চীনে বাস দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

বেইজিং: চীনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বরফ ঢাকা ব্রিজ থেকে পিছলে উল্টে গেলে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ৩৭ জন আরোহী।



চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

বার্তাসংস্থা সিনহুয়া জানায়, গত বুধবার বিকেলে গিঝু প্রদেশে ৫৭ জন আরোহী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে। বাসটি আনহুই প্রদেশ থেকে যাত্রা করেছিল। বরফ ঢাকা ব্রিজে পিছলে গিয়ে বাসটি ৩০ ফুট নিচে একটি উপত্যকায় পড়ে।

অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার দেশের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে সংঘটিত অপর এক মারাত্মক  দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনার পরদিন এই দূর্ঘটনা ঘটল।

এর পাশাপাশি গত বুধবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৮ জনের প্রাণহানি এবং ১৩ জন আহত হয়।

প্রসঙ্গত, চীনের নতুন চন্দ্রবর্ষ আসন্ন। নতুন বছরের প্রাক্কালে দেশটিতে ভ্রমণপ্রবণতা বাড়ে। নতুন বছরে ছুটির প্রাক্কালে দেশটিতে কোটি কোটি মানুষ পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য বাস, ট্রেন এবং বিমানে করে ভ্রমণ করে। এবারের চন্দ্রবর্ষের ছুটি পড়েছে ২৩ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।