কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা।
গত ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে পদত্যাগের পর মোবারককে বিচারের মুখোমুখি করেছে মিশরের বর্তমান সরকার।
সরকারের প্রধান কৌঁসুলি মুস্তাফার সুলাইমান বৃহস্পতিবার বলেছেন, ‘ঠাণ্ডা মাথায় পুর্ব পরিকল্পিত হত্যার জন্য তার মৃত্যুদণ্ডের শাস্তির কথা ভাবা হচ্ছে। ’
একই শাস্তির দাবি মোবারকের দুই ছেলে, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা প্রধানের বিরুদ্ধেও করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২