ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের মৃত্যুদণ্ড দাবি করলেন কৌঁসুলিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, জানুয়ারি ৫, ২০১২
মোবারকের মৃত্যুদণ্ড দাবি করলেন কৌঁসুলিরা

কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা।

গত ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে পদত্যাগের পর মোবারককে বিচারের মুখোমুখি করেছে মিশরের বর্তমান সরকার।

বিক্ষোভ চলাকালীন প্রতিবাদকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সরকারের প্রধান কৌঁসুলি মুস্তাফার সুলাইমান বৃহস্পতিবার বলেছেন, ‘ঠাণ্ডা মাথায় পুর্ব পরিকল্পিত হত্যার জন্য তার মৃত্যুদণ্ডের শাস্তির কথা ভাবা হচ্ছে। ’

একই শাস্তির দাবি মোবারকের দুই ছেলে, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা প্রধানের বিরুদ্ধেও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।