ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, জানুয়ারি ৫, ২০১২
ইরাকে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

বাগদাদ: ইরাকের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বাগদাদে বৃহস্পতিবার পৃথক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।

কর্মকর্তারা জানিয়েছেন, নাসিরিয়া শহরে শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন মানুষ নিহত হয়েছে।



একই দিন এর আগে বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় অপর একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন।

গত ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে গোষ্ঠীগত দাঙ্গা এবং সহিংসতা নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই সহিংসতার সর্বশেষ এবং ভয়াবহতম ঘটনা এটি।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্টার ফর অপারেশন হতাহতের খবর এবং সংখ্যা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।