ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৭ পাকিস্তানি যুবককে মুক্তি দিলো তালেবানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, জানুয়ারি ৬, ২০১২

ইসলামাবাদ : কয়েক মাস আগে অপহরণ করা উত্তর-পশ্চিম পাকিস্তানের ১৭ যুবককে ছেড়ে দিয়েছে তালেবানরা।
গত সেপ্টেম্বরের শুরুতে অসাবধানতাবশত: পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ঢুকে পড়লে এই ১৭ জনসহ মোট ৩০ জনকে অপহরণ করা হয়।

গত ক’মাসে এদের ক’জন পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় ১৭ জনকে।

এছাড়া তাদের হাতে আরো ৮ জন বন্দি রয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের উপজাতি অধ্যূষিত বাজাউরের এক কর্মকর্তা।
তালেবানরা বলেছে, তারা মামুন্দ উপজাতির লোকদের অপহরণ করেছে যারা পাকিস্তান সরকারকে সমর্থক করে।

তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গত ক’বছর ধরে মামুন্দ উপজাতির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে।  

পাকিস্তান সরকারের মতে, তাদের এই সহযোগিতা পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলকে তালেবান প্রভাবমুক্ত করতে সহায়ক হয়েছে।

তালেবানদের হাতে অপহৃত হওয়া যুবকদের বয়স দশ থেকে ৩০ এর মধ্যে। গত ঈদুল ফিতরের সময়ে বনভোজনে যাওয়া এসব যুবক একটি ঝরনায় গোসলের জন্য অসাবধানতাবশত: পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ঢুকে পড়েছিল।
তাদের অপহরণের পর তালেবানরা পাকিস্তানে বন্দি তালেবানদের মুক্তি দাবি করেছিল।

কিন্তু পাকিস্তানের স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবানরা কোনো শর্ত ছাড়াই ১৭ যুবককে মুক্তি দিয়েছে।

বাংলাদেশ সময় : ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।