ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে চার ন্যাটো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জানুয়ারি ৬, ২০১২
আফগানিস্তানে চার ন্যাটো সেনা নিহত

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক বোমা বিস্ফোরণে চার জন ন্যাটো সেনা নিহত হয়েছে। শুক্রবার দেশটির সেনাবাহিনী থেকে এ ব্যাপারে জানানো হয়েছে।



নিহতদের মধ্যে তিনজন মারা যান বৃহস্পতিবার এবং অন্যজন শুক্রবার মারা যান।

তবে ন্যাটো এখন পর্যন্ত নিহতদের জাতীয়তা এবং নাম প্রকাশ করেনি। ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনীতে বিভিন্ন দেশের সেনাসদস্যরা অংশগ্রহন করে।

তবে একজন সেনা মুখপাত্র জানান, ‘নিহতদের স্ব স্ব দেশ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ’

গত বছর আফগানিস্তানে প্রায় পৌঁনে ছয়শতাধিক বিদেশি সেনা মারা যায়।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।