ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ার গির্জায় বন্দুকধারীদের হামলা: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জানুয়ারি ৬, ২০১২
নাইজেরিয়ার গির্জায় বন্দুকধারীদের হামলা: নিহত ৬

জোম্বি: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গির্জার যাযক জনশন জাওরো শুক্রবার এ তথ্য জানান।



জনশন বলেন, ‘জোম্বি রাজ্যের রাজধানীর একটি গির্জায় হামলা চালায় বন্দুকধারী। নিহতের মধ্যে আমার স্ত্রীও আছেন। এছাড়াও দশজন আহত হয়েছেন গুলির আঘাতে। ’

সম্প্রতি নাইজেরিয়ায় এক ভয়াবহ জাতিগত দাঙ্গা হয়। যার কারণে সরকার দেশটির বিভিন্ন অংশে জরুরী অবস্থা জারি করে রেখেছে।
 
জনশন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘বন্দুকধারীরা গির্জায় ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। এমনকি তারা জানালা দিয়েও গুলি করে। গির্জার রক্ষণাবেক্ষনে নিয়োজিত এমন অনেকেই আহত হয়েছেন তাদের হাতে। ’
 
তবে এখন পর্যন্ত এই হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। সম্প্রতি খিস্ট্রান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন বোকো হারাম। সেই হামলায় কয়েক ডজন মানুষ মারা যায়।
 
বৃহস্পতিবার সকালের দিকে বোকো হারামের দুই সদস্য গ্রেপ্তার হয়। এরপর পরই এই হামলার ঘটনা ঘটে।

দেশটিতে একের পর এক বোকো হারামের হামলায় জনজীবন বিপর্যস্ত। বোকো হারাম ইসলামী রাষ্ট্র গঠন এবং পুরো দেশে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।