ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
মিয়ানমারে খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত অন্তত ৫০

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ৫০ খনিশ্রমিক নিহত হয়েছেন। আটকা পড়েছেন আরও কয়েকশ’ শ্রমিক। 

বৃহস্পতিবার প্রদেশের হাপাকান্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে।  

খবরে বলা হয়, অন্যদিনের মতোই বৃহস্পতিবার খনি থেকে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।

এরই এক পর্যায়ে ওই ভূমিধসের ঘটনা ঘটে। কাদামাটির বিশাল স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে মিয়ানমার দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ওই ভূমিধস হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে।  

প্রশাসনের অবহেলার কারণে হাপাকান্ত এলাকায় প্রায়ই ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।