ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনা শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এবং সংবাদ সংস্থা রয়টার্স। 

শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।   

খবরে বলা হয়, আবির্ভাবের পর ৭ মাসে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

এর মধ্য থেকে এখন পর্যন্ত সোয়া ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, প্রতি বছর বিশ্বব্যাপী যতো মানুষ গুরুতর ইনফ্লুয়েঞ্জায় ভোগেন, এরই মধ্যে করোনা শনাক্ত মানুষের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।  

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ বিগত দিনগুলোর চেয়ে বেশি। প্রতিদিনই বিশ্বব্যাপী গড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।   

এদিকে করোনার সংক্রমণ যখন বেড়েই চলেছে তখন বিশ্বের অনেক দেশই এর ভয়াবহতা উপেক্ষা করে কঠোর স্বাস্থ্যবিধি ও লকডাউন শিথিল করছে।   

অনেক দেশেই আবারও নানা মাত্রায় করোনার পুনরুত্থান হচ্ছে। কোনো কোনো দেশ মোকাবিলা করছে এ ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গ। এ পরিরপেক্ষিতে অনেক অঞ্চলেই লকডাউন পুনর্বহাল করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।