ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বাস লেকে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
চীনে বাস লেকে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজো প্রদেশে শিক্ষার্থীবাহী একটি বাস জলাশয়ে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরের দিকে প্রদেশের আনশুন শহরের হংশান লেকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ কথা জানায়।

খবরে বলা হয়, বিপরীত দিক থেকে আসা যানবাহনকে জায়গা দিতে গিয়ে বাসটি সড়কের পাশের নিরাপত্তা রেলিঙয়ের সঙ্গে ধাক্কা খেয়ে লেকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে কলেজের বার্ষিক ভর্তি পরীক্ষা দিতে যাওয়া অনেক শিক্ষার্থী ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।