ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি

ঢাকা: করোনা ভাইরাসের মধ্যেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ৩৬২ জন বাংলাদেশি। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন।

এর মধ্যে দুইটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে। এই দুইটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা  নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন। অনেক সময় নৌকাডুবির কারণে সাগরেই সলিল সমাধি হয় বহু অভিবাসন প্রত্যাশীর।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।