ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড

বিশ্বব্যাপী সব শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এক দিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার, ৭৪৩ জন।

শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এর আগে গত ১২ জুলাই এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৩০ নতুন শনাক্ত হয়েছিল।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা শনাক্তের দিক থেকে এগিয়ে।

যুক্তরাষ্ট্রে ৬০ হাজার, ব্রাজিল ও ভারতে ৩০ হাজার ও দক্ষিণ আফ্রিকায় ১০ হাজারের বেশি নতুন শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক দিনে রেকর্ড ৭৭ হাজার শনাক্ত হয়।

বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি। আর মৃত্যু হয়েছে প্রায় ছয় লাখ মানুষের। এ সংখ্যা এখনো প্রতিদিন বাড়ছে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।