ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনেই মৃত্যু ১০০৭, শনাক্ত সাড়ে ৬৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, আগস্ট ১৪, ২০২০
ভারতে করোনায় একদিনেই মৃত্যু ১০০৭, শনাক্ত সাড়ে ৬৪ হাজার

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৫৫৩ জন।

একদিনে নতুন শনাক্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকেও ছাড়িয়েছে ভারত।

শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানায় ভারতের সংবাদমাধ্যমগুলো।

গত কয়েকদিন ৬০ হাজারের উপরে থাকছে নতুন শনাক্তের সংখ্যা। একই সঙ্গে ২৪ লাখ ছাড়িয়েছে মোট শনাক্ত। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৪৮ হাজার ৪০ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১৯ হাজার ৬৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ৩৯৭ জন ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৬৭ জন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও শুরু থেকেই স্বস্তি দিয়ে আসছে। গত কয়েকদিনে রোজই ৫০ হাজারেও বেশি মানুষ সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৭ লাখ ৫১ হাজার ৫৫ জন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭১ শতাংশই সুস্থ হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।