ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রার্থী মনোনয়নে ডেমোক্রেটদের এবার ডিজিটাল কনভেনশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
প্রার্থী মনোনয়নে ডেমোক্রেটদের এবার ডিজিটাল কনভেনশন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডাকা হয়েছে। ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত চারদিন চলবে এ কনভেনশন।

তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন।

ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট প্রার্থী দেশটির প্রবীণ রাজনীতিবিদ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ট্রাম্পের সঙ্গে নির্বাচনে তাকে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী ঘোষণা করতে এই কনভেনশন।

ডিজিটাল পোর্টালেই হবে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছে কনভেনশনের জন্য।

এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না।

সাধারণত এই কনভেনশনে দলীয় প্রায় চার হাজার ৮০০ ডেলিগেটস প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনীত করেন। দলীয় নীতি কী হবে, তা নির্ধারণ করেন। ধারাবাহিক বক্তব্য দেন। কিন্তু এবার হাতেগোনা কিছু উপস্থিতি থাকবে।

এরমধ্যে থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্টরা, বেশকিছু উচ্চপর্যায়ের সিনেটর, যারা কয়েক মাস ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এছাড়া বক্তব্য রাখবেন দলীয় খুব বেশি সম্মানিত কর্মকর্তা ও উদীয়মান তারকারা। থাকবেন রিপাবলিকান দলের সাবেক একজন গভর্নর ও প্রেসিডেন্ট পদের প্রার্থীও। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক।

আয়োজকরা বলেছেন, ক্ষমতাসীন রিপাবলিকান দলের আরও কমপক্ষে একজন প্রথম সারির নেতা এতে উপস্থিত থাকবেন।

এদিকে, কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিং মেট ঘোষণা করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। গত মঙ্গলবার তিনি আফ্রিকান-আমেরিকান ও ভারতীয়-আমেরিকান সিনেটর কামালা হ্যারিসকে ‘রানিং মেট’ করার সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।