ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীনগরে শিশুশ্রম বিষয়ে সচেতনতার কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
শ্রীনগরে শিশুশ্রম বিষয়ে সচেতনতার কর্মশালা শ্রীনগরে শিশুশ্রম বিষয়ে সচেতনতার কর্মশালা

জম্মু ও কাশ্মীরে শিশুশ্রম ক্রমাগত বাড়ছে। এ কারণে কাশ্মীর উপত্যকার কর্মসংস্থান সংস্থাগুলোর মধ্যে শিশুশ্রম বিষয়ে সচেতনতা তৈরি করতে একটি এনজিও কাশ্মীরের শ্রম কমিশনার এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যদের সাহায্যে একদিনের কর্মশালার আয়োজন করে।

শিশুদের জীবিকা নির্বাহের লক্ষ্যে গৃহকর্মী হিসেবে শিল্প কারখানা এবং আবাসিক বাড়িঘরসহ বিভিন্ন জায়গায় কাজ করতে দেখা গেছে বলে এ কর্মশালার আয়োজন করা হয়।

শিশুশ্রমের ঘটনা বাড়তে থাকায় চাইল্ডলাইন, হোপ ফাউন্ডেশন এ কর্মশালা আয়োজন করে, যেখানে বিশেষজ্ঞরা শিশুশ্রমের নানা দিক তুলে ধরেন এবং আলোচনা করেন।

কর্মশালাটির আয়োজক হাকিম জাওয়াইদ বলেন, ‘প্রথমবারের মতো এমন কর্মসূচি হলো, যেখানে কর্মসংস্থান সংস্থাগুলোকেও রাখা হয়েছে। ’

এ কর্মশালার উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সংস্থাগুলোকে অবহিত করা যে, তারা যখন সেবা দেবে, তখন যেন তারা আইন মেনে চলে।

জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য খায়ের-উন-নিসা বলেন, ‘এ কর্মশালায় অংশ নেওয়া লোকেরা জানতেন না যে, ১৪ বছরের কম বয়সী শিশুরা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নয়, এমন কোনো শ্রমই করতে পারে না। ’

তিনি বলেন, ‘আপনি ১৪ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নয়, এমন কোনো শ্রমেই নিয়োগ দিতে পারবেন না। তাছাড়া, ১৪ থেকে ১৮ বছর বয়সী শিশুরা কেবল ঝুঁকিপূর্ণ নয়, এমন শ্রমে নিযুক্ত হতে পারে। আমি মানুষকে সচেতন করতে চাই, আইনের দৃষ্টিকোণ থেকে যেন তারা জানতে পারেন শিশুরা কী করতে পারে এবং কী করতে পারে না। ’

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।