ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণমাধ্যমের বিরুদ্ধে পাকিস্তান সরকারের ‘যুদ্ধ’, সাংবাদিকদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
গণমাধ্যমের বিরুদ্ধে পাকিস্তান সরকারের ‘যুদ্ধ’, সাংবাদিকদের নিন্দা প্রতীকী ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের বিরুদ্ধে মুখ খুললেই ঘোষণা ছাড়াই গণমাধ্যমের অর্থায়ন বন্ধ, গণমাধ্যম প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের হুমকি দেওয়া, গণমাধ্যম কর্মীদের নির্যাতন, নিপীড়ন, অপহরণ ও গ্রেফতার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সাংবাদিক সংগঠনের।

সম্প্রতি সাংবাদিকরা একটি ঘোষণাপত্র জারি করে এ উদ্বেগ প্রকাশ করেন।

বেলুচিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত সভায় তিন দিনব্যাপী আলোচনার পর পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে) এর ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিল (এফইসি) থেকে জারি করা ওই ঘোষণাপত্রে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ সরকারকে বর্তমান সংকটগুলোর জন্য প্রত্যক্ষভাবে দায়ী করা হয়।

পাকিস্তানের সব সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সচিব এবং এফইসির সদস্যরা এ সভায় অংশ নেন।

ওই ঘোষণাপত্রে গণমাধ্যমের স্বাধীনতা দাবি করা হয় এবং বলা হয়, সরকার ও গণমাধ্যম বিরোধী দল বাকস্বাধীনতা হরণের জন্য গণমাধ্যমের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক যুদ্ধ শুরু করেছে।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।