ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের ব্যবহার প্রতিবেশী সুলভ নয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
পাকিস্তানের ব্যবহার প্রতিবেশী সুলভ নয়: ভারত প্রতীকী ছবি

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে ভারত।

এদিকে, ভারত বলছে, পাকিস্তান সন্ত্রাস এবং ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে ব্যস্ত।

তাই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিস্থিতি নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা পাকিস্তানের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে দেখলাম ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে। সব সময়ের মতো এবারও পাকিস্তানের বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে শিরোনামে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। ’

পাকিস্তানি কর্মকর্তা মোঈদ ডব্লিউ ইউসুফ বলেছিলেন, ‘তারা (ভারত) আলোচনায় বসতে ইচ্ছুক, এমন একটি বার্তা আমরা পেয়েছি। ’

শ্রীবাস্তব বলেন, ‘তিনি (মোঈদ) যে বিবৃতি দিয়েছেন, তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বানোয়াট। এ বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের দিক থেকে এমন কোনো বার্তা পাঠানো হয়নি। ’

শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন, সহায়তা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে। কোনো ধরনের উসকানি ছাড়াই যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো কর্মকাণ্ডেও জড়িত তারা। পাকিস্তানের নেতারা ভারতের বিরুদ্ধে অসঙ্গত, উসকানিমূলক এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং অবমাননাকর ভাষার ব্যবহার স্বাভাবিক প্রতিবেশী সুলভ আচরণ নয়। ’

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।