বৈরুত: লেবাননের রাজধানী বৈরুতে ছয়তলা ভবন ধসে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। সোমবারের এ ভবন ধসে ভবনটির বার জন বাসিন্দা আহত হয়েছেন বলেও জানায় স্থানীয় রেডক্রস কর্তৃপক্ষ।
ভবনটির নিচে চাঁপা পড়া বাসিন্দাদের উদ্ধারে উদ্ধার কাজ চলছে বলেও জানায় রেডক্রস।
উদ্ধারকারী দলের কর্মকর্তা জর্জেস কাত্তেন বলেন, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছি আমরা। ধ্বংসাবশেষ থেকে ১২ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। ’
বৈরুতের পূর্বাঞ্চলীয় আশরাফিয়া জেলায় ভবনটি অবস্থিত। রোববার সন্ধ্যার দিকে হঠ্যাৎ করেই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে লেবানন এবং মিসরের কিছু পরিবার বাস করতেন।
তবে ভবনটির পাশ্বর্বর্তী বাসিন্দারা জানায়, ভবনটিতে ১২টির বেশি পরিবার বাস করতো।
মৃতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী মেয়ে এবং ৭৩ বছর বয়সী দাদীও আছে।
স্থানীয় টেলিভিশন জানায়, মৃতদের মধ্যে সাতজনই বিদেশি শ্রমিক। এরমধ্যে দুইজন জর্ডানের নাগরিক।
প্রত্যক্ষদর্শীদের একজন জানায়, ‘ভবনটি যখন ভেঙে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২