ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডিসেম্বরে ভারতের মূল্যস্ফীতি কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জানুয়ারি ১৬, ২০১২
ডিসেম্বরে ভারতের মূল্যস্ফীতি কমেছে

নয়াদিল্লি: ডিসেম্বরে ভারতে মূল্যস্ফীতি কমেছে। গত নভেম্বরে মূল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ১ শতাংশ ডিসেম্বরে তা কমে নেমে এসেছে ৭ দশমিক ৫ শতাংশে।

খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ার কারণে এই মূল্যস্ফীতি কমেছে বলে জানা যায়।

গত দুই বছরে এই প্রথম মূল্যস্ফীতি ৯ এর নিচে নেমে এসেছে।

মূল্যস্ফীতি কমলেও কেন্দ্রিয় ব্যাংক সুদের হার কমাবে না বলে জানিয়েছে। বর্তমানে কেন্দ্রিয় ব্যাংকের সুদের হার রয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

এর আগে ২০১০ সালে দ্রব্যমূল্য ধরে রাখার জন্য ভারত মোট তের বার সুদের হার বাড়িয়েছিল।

মুম্বাইয়ের নমুরা থেকে সোনাল ভার্মা নামে একজন বলেন, খাদ্যদ্রব্যের মূল্য কমে যাওয়ায় মূল্যস্ফীতির মূল বিষয়টি এখন আলোচনার বাইরে চলে গেছে। অন্যদিকে উৎপাদনও ব্যাপক হারে বেড়েছে।

তিনি আরও বলেন, প্রধান মূল্যস্ফীতি এখনও স্থির রয়েছে। ২৪ জানুয়ারির পর থেকে এটি আবার পরিবর্তন হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, আগামি মাসে এই সুদের হার কমে আসবে।

এবিষয়ে ভারতের অর্থমন্ত্রী প্রনব মুর্খাজি সম্প্রতি বলেন, রাজনীতিদিরা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।