ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোয়ন লাভের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে দলটির অন্যতম মনোয়ন প্রার্থী জন হান্টসম্যান।
গত সপ্তাহে অনুষ্ঠিত নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য এবং এই সপ্তাহে অনুষ্ঠিত দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জন হান্টসম্যান ভাল ফলাফল করতে ব্যর্থ হওয়ার কারণেই তিনি মনোয়ন লাভের ইদুর দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম।
জন হান্টসম্যান অবশ্য নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ভাল ফলাফলের আশা করেছিলেন কিন্ত চূড়ান্তভাবে তিনি মাত্র ১৬.৯ শতাংশ সমর্থন পান।
সোমবার আনুষ্ঠানিক ভাবে হান্টসম্যান লড়াই থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দেবেন বলে জানায় সংবাদমাধ্যম। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেও তিনি অপর রিপাবলিকান দলীয় মনোয়ন প্রার্থী মিট রমনীর প্রতি সমর্থন ব্যক্ত করবেন বলে তার নির্বাচনী প্রচারণার সংগে যুক্ত কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানায়।
যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের সাবেক গভর্নর ৫১ বছর বয়সী হান্টসম্যান প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে নিয়োগপ্রাপ্ত চীনের প্রথম রাষ্ট্রদুত।
অর্নগল চীনা ভাষায় কথা বলতে সক্ষম হান্টসম্যান ১৯৯০ সালে সিংগাপুরে মার্কিন রাষ্ট্রদুত হিসেবে নিয়োগ পাওয়ার সময় ছিলেন গত এক শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কমবয়সী ব্যক্তি যিনি কোন মার্কিন কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
রিপাবলিকান দল থেকে মনোয়ন লাভের দৌড়ে তিনি ছিলেন একজন সম্ভাবনাময় প্রার্থী কিন্তু পরবর্তীতে তিনি সাধারণ সমর্থকদের আশানুরুপ সমর্থন লাভ করতে ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১২