ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, অক্টোবর ২১, ২০২০
গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা ছবি: সংগৃহীত

আস্থা ভঙ্গের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

খবর সিএনএনের।

গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে। সে সঙ্গে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলোর মধ্যে রয়েছে- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক বক্তব্যে এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলেছে। তারা বলছে, অনলাইনভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষ গুগল নিজেদের পছন্দে ব্যবহার করে। বাধ্য হয়ে কিংবা অন্য কোনো বিকল্প নেই বলে নয়।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।