ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মারডকের বক্তব্য ‘ননসেন্স’: গুগল

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জানুয়ারি ১৭, ২০১২
মারডকের বক্তব্য ‘ননসেন্স’: গুগল

ঢাকা: টুইটারে গুগলকে ‘চোরের সর্দার’ বলায় এবার মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ক্ষেপেছে গুগল। শনিবার রাতে অনলাইন পাইরেসি সম্পর্কে তার বক্তব্য ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন গুগলের একজন মুখপাত্র।



একই সঙ্গে নিউজ করপোরেশনের কর্ণধার রুপার্ট মারডক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও এ বিষয়ে বিদ্রুপ করে মন্তব্য করেন।

মারডকের মতে, ‘হোয়াইট হাউসে কিছু ‘সিলিকন ভ্যালি প্লেমাস্টার’ নিয়োগ দেওয়া হয়েছে। ’

তিনি মন্তব্য করেন, গুগল পাইরেসি সংক্রান্ত বিজ্ঞাপন বিক্রি করে মুনাফা করছে। অন্যদিকে এই সার্চ কোম্পানিই আবার ‘চোরের সর্দার’।

এরপরই রোববার বিকেলে গুগল সংবাদ মাধ্যমে ই-মেইলের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরে। গুগলের মেইল বার্তায় একজন মুখপাত্র লেখেন, ‘এটা একদম বাজে কথা (ননসেন্স)। গত বছর আমরা ৫০ লাখ বাজে ওয়েব সাইটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। এছাড়া ৬ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছি আমরা এই কাজে। আমরা প্রতিনিয়তই চোর এবং প্রতারকদের বিরুদ্ধে লড়াই করছি। ’

হোয়াইট হাউস যখন পাইরেসিবিরোধী আইন করার জন্য উঠেপড়ে লেগেছে, ঠিক তখনই মারডক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং গুগলের বিরুদ্ধে এই মন্তব্য করলেন।

উল্লেখ্য, দ্য স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট এবং প্রোটেক্ট আইপি অ্যাক্ট পাশের পেছনে ইন্ধন রয়েছে অনেকগুলো কোম্পানির। এর মধ্যে মারডকের নিউজ করপোরেশন উল্লেখযোগ্য।

ওই আইনের সমর্থকরা বলছে, আইন প্রনয়ণ করা অবশ্যই দরকার। কিন্তু যে সব ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পরিচালিত হয়, তারা তো আর যুক্তরাষ্ট্রের আইন মানতে বাধ্য নয়।

গুগল জানায়, পাইরেসির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ভালো পদ্ধতি রয়েছে। অনেক প্রযুক্তি সম্পর্কিত কোম্পানির মতোই আমরাও তাই বিশ্বাস করি। চুরি বন্ধ করার জন্য আইন করা দরকার। তবে সেই আইনে যেন বিজ্ঞাপন দেওয়া এবং অর্থ লেনদেনের বিষয়টিও সংযুক্ত থাকে। যেমনটা আমরা আমাদের ক্ষেত্রে করে থাকি। এতে করে যে সব সাইট প্রতারণা এবং পাইরেসির সঙ্গে যুক্ত, সেগুলো বাতিল করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।