লাগোস: নাইজেরিয়ার উপকূলবর্তী এক গ্যাসকূপে আগুন ধরে গিয়েছে। সোমবার শেভরনের নিয়ন্ত্রানাধীন এই কূপটিতে আগুন লাগে বলে জানা যায়।
শেভরন জানায়, কূপে কর্মরত তাদের দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। অন্য ১৫২ জনের খবর পাওয়া গেলেও কোম্পানিটি এব্যাপারে আর কোনো তথ্য দেয়নি।
ঠিক কি জন্যে আগুন লেগেছে সেব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় শেভরন। উত্তর এপোইয়ের এই কূপটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
শেভরন মুখপাত্র স্কট ওয়াকার বলেন, ‘আমরা উত্তর এপোই কূপ থেকে সবাইকে সরিয়ে নিয়েছি। যাদের চিকিৎসা সেবা দরকার পড়ছে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ’
শেভরন তাৎক্ষণিকভাবে জানায়নি ঠিক কি কারণে এই আগুন লেগেছে। যদিও নাইজেরিয়ার সরকার এই ঘটনা গ্যাস লিক হওয়ার কারণে হয়েছে বলে জানায়। খনন কাজ করার সময় গ্যাসের এই লিক হয়েছে বলে সরকার থেকে জানানো হয়।
শেভরনসহ অন্যান্য বিদেশি কোম্পানি নাইজেরিয়ায় অপরিশোধিত তেল উৎপাদন করে। কিছু কোম্পানি রাষ্ট্রায়াত্ব কোম্পানির সঙ্গে যৌথভাবে তেল উৎপাদন করে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২