ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব সেনা মোতায়েনের প্রস্তাব সিরিয়ার নাকচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, জানুয়ারি ১৮, ২০১২
আরব সেনা মোতায়েনের প্রস্তাব সিরিয়ার নাকচ

দামেস্ক: দেশের অভ্যন্তরে প্রতিবেশী আরবদেশগুলোর সেনা মোতায়েনের পরিকল্পনাকে নাকচ করে দিয়েছে সিরিয়া। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যে কোন বহি:শক্তির হস্তক্ষেপকে সিরিয়া দৃঢ়তার সংগে প্রতিরোধ করবে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



সিরিয়ার বেসামরিক মানুষকে রক্ষায় দেশটির সহিংসতা বন্ধে  আরব দেশগুলোর  সিরিয়ায় সেনা পাঠানো উচিত বলে এক সাক্ষাতকারে মন্তব্য করেন কাতারের আমির।

এর প্রতিক্রিয়া হিসেবে সিরিয়া সরকার তাদের অবস্থান জানান দিলো বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট মন্ত্রনালয়ের বরাত দিয়ে জানায়,  কাতারের আমিরের মন্তব্যে সিরিয়া স্তম্ভিত। কাতারের আমিরের এই মন্তব্যের ফলে সিরিয়ার পরিস্থিতি আরও অবনতি হতে পারেও বলে মত প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ।   এই মন্তব্যে ভবিষ্যতে আরবলীগের সংগে সিরিয়ার  ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ বাধাগ্রস্ত হতে পারে বলেও আশংকা প্রকাশ করা হয়।
 
‘সিরিয়ার মাটিতে আরব রক্ত প্রবাহিত হলে তা হবে দুর্ভাগ্যজনক’ এই  বলে কোন ধরনের সামরিক হস্তক্ষেপকে সর্তক করে দেয় সিরিয়ান কর্তৃপক্ষ।

উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারের আমির শেখ হামিদ বিন খলিফা আল থানি রবিবার একটি মার্কিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মন্তব্য করেন , সহিংসতা বন্ধের জন্য আরব লীগের উচিত সিরিয়ার অভ্যন্তরে সেনা মোতায়েন করা।

সিরিয়ায়  গত দশ মাস ধরে চলা সহিংসতায় ডিসেম্বর মাস পর্যন্ত ৫ হাজার লোক নিহত হয়েছে বলে একটি হিসাবে জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশটির জনগণ গত বছরের মার্চ থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু করে।

বাংলাদেশ সময়: ০২৪০ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।