ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়েস অব আমেরিকার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৫, জানুয়ারি ১৮, ২০১২
পাকিস্তানে ভয়েস অব আমেরিকার সাংবাদিক নিহত

ইসলামাবাদ: পাকিস্তানে ভয়েস অব আমেরিকায় কর্মরত এক সাংবাদিক বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন । পাকিস্তানের সংঘাত কবলিত উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মুকাররাম খান আতিফ নামের এই সাংবাদিক  নিহত হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ।



পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে ৩৫ কিলোমিটার দুরের শবকদর শহরে নিহত সাংবাদিকের বাড়ির নিকটবর্তী একটি মসজিদে বন্দুক ধারীরা তার ওপর হামলা চালায়।

মাগরিবের নামাজের সময় দুই বন্দুকধারী মোটর সাইকেলে করে হামলার উদ্দেশে মসজিদে আসে। দুই ঘাতকের এক জন মসজিদের ভেতরে প্রবেশ করে সাংবাদিক আতিফের মাথা লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘাতকের গুলিতে মসজিদের ইমামও গুলিবিদ্ধ হয় বলে জানায় পুলিশ।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আহত এ সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে তিনি মারা যান ।

নিহত সাংবাদিক পাকিস্তানে ভয়েস অব আমেরিকার পরিচালনায়  পশতু ভাষার দিয়া রেডিওতে কাজ করতেন। এর পাশাপাশি তিনি সংবাদ পরিবেশনকারী টিভি চ্যানেল দুনিয়ার হয়েও কাজ করতেন।

তিনি স্থানীয় মোহমান্দ এজেন্সি প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানায় সংবাদমাধ্যম।

সাংবাদিক আতিফ  মূলত মোহমান্দ উপজাতীয় এলাকার বাসিন্দা। তার সহকর্মীরা জানায় অতীতে তিনি জঙ্গীদের তরফে হুমকির সম্মুখীন হয়েছিলেন।

মূলত: জঙ্গীদের দেওয়া অব্যাহত প্রাণনাশের হুমকির মুখেই তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে তার বাসস্থান মোহমান্দ এজেন্সি ছেড়ে শবকদর শহরে এসে বসবাস করা শুরু করেন। ভয়েস অব আমেরিকার পক্ষে কাজ করার জন্য এর রিপোর্টাররা প্রায়শই পাকিস্তানি তালেবানদের কাছ থেকে হুমকি পেয়ে থাকে।

এদিকে সাংবাদিক হত্যার ঘটনায় পাকিস্তানের সাংবাদিক সমাজ সরকারের প্রতি আতিফের হত্যাকারীদের বিরুদ্ধে অবিলম্বে শক্ত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টাস উইদআউট বর্ডারের বিবেচনায় পাকিস্তান গত ২ বছর ধরে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর জায়গা  । গত বছর পাকিস্তানে দশজন রিপোর্টার নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০৫১৪ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।