ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে আদিবাসী সংঘাতে নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, জানুয়ারি ১৮, ২০১২
দক্ষিণ সুদানে আদিবাসী সংঘাতে নিহত ৫১

জুবা: আদিবাসী গোষ্ঠীগত দ্বন্দ্বে আবারো রক্তাক্ত হলো সংঘাত কবলিত দক্ষিণ সুদান । আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশটির সহিংসতা কবলিত জংলী প্রদেশে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

এ সময় প্রায় ২২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু বলে সংবাদ মাধ্যমকে জানান আঞ্চলিক গভর্নর কোল মানায়াঙ।
 
প্রতিদ্বন্দ্বী আদিবাসী গোষ্ঠীর বন্দুক ধারীরা জংলি প্রদেশের ডাক পেডিয়েট গ্রামে হামলা চালিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। ।  

হামলায় আহতদের দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

দেশটির এই অঞ্চলে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে চলা ধারাবাহিক প্রতিশোধমুলক হামলা- পাল্টাহামলার ঘটনায় এরইমধ্যে প্রায় ১০ হাজার লোক এলাকা ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
 
সংঘাত কবলিত প্রদেশটিতে বিবদমান আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম মুরলে সম্প্রদায়ের বন্দুকধারীরা তাদের প্রতিপক্ষ ডিংকা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য,  গত মাসে স্থানীয়  মুরলে সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী ডিংকা সম্প্রদায় এবং তাদের মিত্র লু নুয়ার যোদ্ধারা যৌথভাবে মুরলে জনগোষ্ঠী অধ্যুষিত পিবোর শহরে হামলা চালালে মুরলে  সম্প্রদায়ের অনেক লোক হতাহত হয়। সেই হামলার প্রতিশোধ নিতেই এই হামলা ঘটানো হয়  বলে জানায় কর্তৃপক্ষ।

 গোষ্ঠীগত সহিংসতার আবর্তে দক্ষিণ সুদানের এই অঞ্চলটিতে গত কিছুদিনে বেশ কয়েক শত লোক হতাহত হয়। মুলত প্রতিপক্ষের গবাদি পশু চুরিকে কেন্দ্র করে এই সংঘাত শুরু হলেও বর্তমানে তা মারাত্মক  গোষ্ঠীগত সহিংসতায় রুপ নিয়েছে।
     
প্রদেশটিতে সহিংসতা এত বিস্তৃত হয়েছে যে দক্ষিণ সুদানের সরকার এবং সেখানে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কারও পক্ষেই এই সংঘাত বন্ধ করা সম্ভব হচ্ছেনা। দেশটির সরকার এরইমধ্যে জংলি প্রদেশকে জাতীয় দুর্যোগকবলিত অঞ্চল  বলে ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।