রোম: ইতালীয় দ্বীপের উপকূলে ডুবে যাওয়া জাহাজটি থেকে আরও ৫ আরোহীর মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
ইতালির পশ্চিম উপকূলে অবস্থিত একটি দ্বীপের সন্নিকটে ঘটা এই জাহাজডুবির ঘটনায় শেষ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১১ তে।
নিখোঁজ আরোহীদের সন্ধানে নিয়োজিত উদ্ধার কর্মীরা মঙ্গলবার নিমজ্জিত জাহাজের একটি অংশ থেকে এই মৃতদেহগুলো উদ্ধার করে বলে জানায় সংবাদ মাধ্যম।
গত শুক্রবার ইতালির গিগলিও দ্বীপের সন্নিকটে একটি ডুবো পাহাড়ের সাথে ধাক্কা লেগে ১ লাখ ১৫ হাজার টনের ইতালীয় প্রমোদতরী কনকর্ডিয়া সাগরে ডুবে যায়।
উদ্ধারকারী ডুবুরীরা বিষ্ফোরক ব্যবহার করে গর্ত তৈরির মাধ্যমে জাহাজের ভেতরে প্রবেশ করে এর স্টার্নের দিক থেকে মৃতদেহ গুলোকে উদ্ধার করে বলে জানায় গিগলিও’র একজন সরকারি কর্মকর্তা।
তবে কর্তৃপক্ষের হিসেবে জাহাজটির ২৯ জন আরোহী এখনও নিখোঁজ । দুর্ঘটনায় ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ৪ হাজার ২শ জনের অধিক আরোহী ছিল বলে জানায় সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সময়: ০৫৫৬ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২