ওয়াশিংটন: জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক মুক্ত তথ্যভাণ্ডার উইকিপিডিয়ার ইংরেজি ভাষার সাইট বুধবার সারাদিন সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানা গেছে। মার্কিন কংগ্রেসে একটি বিতর্কিত পাইরেসি বিরোধী আইন পাশের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে উইকি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
পাইরেসি দমনের উদ্দেশে নেওয়া বিতর্কিত প্রস্তাবটি বর্তমানে মার্কিন সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের বিবেচনাধীন।
সোমবার রাতে এক বিবৃতিতে বিশ্বের জনপ্রিয় এই অন লাইন এনসাইক্লোপিডিয়া পরিচালনাকারী কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তের কথা জানায় ।
ওয়েব সাইটটিতে সহজলভ্য তথ্যগুলোর আইনগত বৈধতার ব্যাপারে সমালোচনার জবাব দেওয়ার জন্যই উইকি কর্তৃপক্ষের এই নজিরবিহীন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান তথ্যপ্রযুক্তির দুনিয়ায় উইকিপিডিয়াকে ইন্টারনেটের জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিনই কয়েক কোটি ব্যবহারকারী এই ওয়েব সাইটটিতে যান।
যুক্তরাষ্ট্রে যদি এ সংক্রান্ত আইনটি পাশ হয় তবে বিনামুল্যে এবং মুক্তভাবে ইন্টারনেটে তথ্য সেবা প্রাপ্তিকে বাধাগ্রস্ত করবে বলে আশংকা করা হচ্ছে।
এছাড়া এই আইনটি বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে আন্তর্জাতিক ওয়েবসাইটের সহজলভ্যতার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের পথ প্রশস্ত হবে বলে ওয়েবসাইটটির পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়।
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র এবং সংগীত শিল্পের সংগে সংশ্লিষ্টরা অবশ্য এই উদ্যোগের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তবে সমালোচকরা বলছেন এই আইন পাশ হলে তথ্য প্রযুক্তি খাত এবং মুক্ত ভাবে মত প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হবে।
তবে বির্তকিত এই বিলটি অনুমোদনের বিরুদ্ধে উইকি কর্তৃপক্ষ ছাড়াও তথ্য প্রযুক্তির অন্যান্য প্রথম সারির প্রতিষ্ঠানগুলো প্রতিবাদে সোচ্চার হয়েছে। এই বিলটি আইন আকারে বাস্তবায়ন করা হলে সমগ্র তথ্য প্রযুক্তি খাতের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান গুগল ,ফেস বুক ,ইয়াহু ,টুইটার সহ অন্যান্য প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ০৬৪৮ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২