ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়াহুর সহ প্রতিষ্ঠাতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৪, জানুয়ারি ১৮, ২০১২
ইয়াহুর সহ প্রতিষ্ঠাতার পদত্যাগ

টোকিও: ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইয়াহুর সহ প্রতিষ্ঠাতা জেরি ইয়াং প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন।

জেরি ইয়াং ১৯৯৫ সালে ডেভিড ফিলোর সংগে যৌথভাবে এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

  তিনি ২০০৭ এর জুন থেকে ২০০৯ এর জানুয়ারি পর্যন্ত কোম্পানির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তথ্য প্রযুক্তি খাতের অপর  বিশ্বখ্যাত প্রতিষ্ঠান  পে-পালের  সাবেক নির্বাহী স্কট থমসনকে ইয়াহুর নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার দু সপ্তাহের মধ্যেই জেরি ইয়াংয়ের এ পদত্যাগের সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করে।
 
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় এই কোম্পানিটির বর্তমান বাজার মুল্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। জেরি ইয়াং ২০০৮ সালে  বিল গেটসের মাইক্রোসফটের কাছ থেকে পাওয়া ৪৭.৫ বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখান করার  কারণে এর শেয়ার হোল্ডারদের কাছে সমালোচিত হন।

তবে পদত্যাগ করলেও তিনি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। জেরি ইয়াং একই সাথে ইয়াহু জাপান এবং আলিবাবা গ্রুপের পরিচালনা পরিষদ থেকেও পদত্যাগ করেছেন।

ইয়াহুর বাইরে অন্যান্য ব্যবসায়িক  স্বার্থের দিকে অধিক  মনোযোগ দেওয়ার উদ্দেশ্যকে পদত্যাগ করার কারণ হিসেবে উল্লেখ করেন জেরি ইয়াং।

কোন কোন  বিশেষজ্ঞ অবশ্য ইয়াহু’র বিক্রয় বা সংস্কারের নতুন কোন উদ্যোগের ক্ষেত্রে জেরি ইয়াংকে প্রতিবন্ধক হিসেবে বিবেচনা  করতেন।

তবে ইয়াহুর বর্তমান চেয়ারম্যান রয় বোস্টক এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি এই  পদত্যাগের  সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। পাশাপাশি তিনি  ইয়াহুতে জেরি ইয়াংয়ের এতদিনের অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৭২২ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।