ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ৫ বিদেশি পর্যটককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, জানুয়ারি ১৮, ২০১২
ইথিওপিয়ায় ৫ বিদেশি পর্যটককে হত্যা

আদ্দিসআবাবা: ইথিওপিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ৫ জন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। পুর্ব আফ্রিকার এই দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আফার এলাকায় তারা নিহত হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

তবে নিহত পর্যটকরা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত করতে পারেনি কোন পক্ষ।

প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সোমবার এই  পর্যটকদের হত্যা করা হয় বলে মঙ্গলবার ইথিওপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়।

বন্দুকধারীদের হামলায় এ সময় আরও দুজন পর্যটক মারাত্বক ভাবে আহত হয়। তাদেরকে  উদ্ধার করে নিরাপত্তাবাহিনী নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।

ধারণা করা হচ্ছে নিহত পর্যটকেরা ইউরোপীয় নাগরিক। জার্মানী ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশংকা করছেন নিহতেরা তাদের দেশের নাগরিক।
 
পর্যটকদের ওপর হামলাকারীরা  ইরিত্রিয়ার সমর্থন পুষ্ট বিদ্রোহী বলে রাষ্ট্রীয় টেলিভিশনে অভিযোগ করা হয়। ইথিওপিয়া থেকে বহিষ্কৃত বিদ্রোহী গোষ্ঠী ওরোমো লিবারেশন ফ্রন্টকে প্রতিবেশী ইরিত্রিয়া আশ্রয় প্রশ্রয় দেয় বলে অভিযোগ করে আসছে দেশটি । ইথিওপিয়া এরইমধ্যে সন্ত্রাসী তৎপরতার সংগে জড়িত থাকার অভিযোগে এই বিদ্রোহী গ্রুপটিকে নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ সময়: ০৭৫৯ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।