ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গিলগিট-বালতিস্তানে শিয়া জনসংখ্যা হ্রাস পেয়েছে: ব্যারিস্টার বাশানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
গিলগিট-বালতিস্তানে শিয়া জনসংখ্যা হ্রাস পেয়েছে: ব্যারিস্টার বাশানি

গিলগিট-বালতিস্তানে শিয়া সম্প্রদায়ের জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে জানিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা ও মানবাধিকার বিষয়ক আইনজীবী ব্যারিস্টার হামিদ বাশানি বলেছেন, ১৯৪৮ সালের তুলনায় অঞ্চলটিতে শিয়াদের জনসংখ্যা অর্ধেকে নেমে গেছে।

গিলগিট-বালতিস্তানে জনসংখ্যার পরিবর্তন প্রসঙ্গে আয়োজিত এক ওয়েবিনারে ব্যারিস্টার বাশানি বলেন, গিলগিট-বালতিস্তানের অধিবাসীরা পাকিস্তানের নিবর্তনমূলক আইন বিলুপ্তির জন্য আন্দোলন করছে, যা এখানকার জনসংখ্যার চরিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

ব্যারিস্টার হামিদ বাশানি বলেন, গিলগিট-বালতিস্তানে জনসংখ্যার জরিপ পর্যবেক্ষণ করে দেখা যায় ১৯৪৮ সালে এখানে জনসংখ্যার ৮০ শতাংশের বেশি ছিল শিয়া। আর এখন ৪০ শতাংশেরও কম হয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় শিয়ারা সাংবিধানিক ও রাজনৈতিক অধিকারের দাবিতে লাগাতার আন্দোলন, প্রতিবাদ ও দাবি উত্থাপন করেছে। তাদের কর্মসূচিগুলি নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে।

সূত্র: আল অ্যারাবিয়া পোস্ট

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।