ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়া থেকে ৩৬টি যুদ্ধ বিমান কিনছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জানুয়ারি ২৩, ২০১২
রাশিয়া থেকে ৩৬টি যুদ্ধ বিমান কিনছে সিরিয়া

দামেস্ক: রাশিয়া থেকে মোট ৩৬ টি ইয়াকোভলেভ ইয়ক-১৩০ মিট্টেন যুদ্ধবিমান কিনছে সিরিয়া। আর এই যুদ্ধ বিমান কিনতে সিরিয়ার ব্যয় করতে হচ্ছে ৫৫ কোটি ডলার।



সোমবার রাশিয়ার ডেইলি পত্রিকা কোমারসান্ত এবিষয়ে রিপোর্ট প্রকাশ করে।

গত ডিসেম্বরে এই বিমান ক্রয়ের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় দামেস্কের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানুয়ারি মাসে বলেছিলেন, ‘সিরিয়ার কাছে অস্ত্র বিক্রি করার কোনো অভিপ্রায় আমাদের নেই। ’

তিনি এক বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কি করছি বা আমাদের কি করা প্রয়োজনীয় তা নিয়ে আমরা চিন্তিত নই। কারণ আমরা আন্তর্জাতিক কোনো আইন অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো নীতি ভঙ্গ করছি না। ’

জাহাজ বহরে অবস্থানরত এক সূত্র জানায়, ‘জানুয়ারির গোড়ার দিকে সেন্ট পিটর্সবুর্গ থেকে একটি বিপদজনক কার্গো সিরিয়ার দিকে যাত্রা করেছে। বর্তমানে জাহাজটি জ্বালানি ভর্তি করার জন্য সাইপ্রাসে অবস্থান করছে। ’

ইন্টারফ্যাক্স বার্তাসংস্থার মতে, ‘গত ডিসেম্বরে রাশিয়ার সিরিয়াকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল (ক্ষেপণাস্ত্র) পাঠায়। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।