ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, জানুয়ারি ১৮, ২০২১
চীনা তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র

চীনা ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশনকে (সিএনওসি) কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনা কোম্পানি স্কাইরিজনকে সেনাবাহিনীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

 

উভয় কোম্পানিকেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করা হয়েছে।

চীনা কোম্পানি স্কাইরিজন এয়ারক্রাফটের ইঞ্জিনসহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে।  

মার্কিন বাণিজ্য বিভাগের জারি করা বিবৃতির মাধ্যমে ওই দুই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়।  

বাণিজ্য সচিব উইলবার রস বলেন, দক্ষিণ চীন সাগরে চীনের বেপরোয়া এবং ঘৃণ্য পদক্ষেপ, সংবেদনশীল মেধা সম্পত্তি ও প্রযুক্তি দখলের আগ্রাসী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হুমকি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের আপত্তি থাকলেও চীন ২০১৩ সাল থেকে দ্রুত কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে, যা এই অঞ্চলে মার্কিন অংশীদারদের সার্বভৌম অধিকার খর্ব করছে।  

সিএনওসি বারবার দক্ষিণ চীন সাগরে অফশোর তেল ও গ্যাস অনুসন্ধান এবং নিষ্কাশনের হুমকি দিয়ে আসছে। এটা ভিয়েতনামসহ আগ্রহী বিদেশি অংশীদারদের রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।