দামেস্ক: পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষক সরিয়ে নিচ্ছে। আরব লীগের পর্যবেক্ষক দলে এখন থেকে থাকছে না উপসাগরীয় আরব দেশগুলোর কোনো প্রতিনিধি।
গালফ কো-অপারেশন কাউন্সিলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকারের ওপর নতুন করে চাপ প্রয়োগ করতে কাজ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সিরিয়ার আসাদ সরকারকে আরব লীগের দেওয়া ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া প্রত্যাখান হয়ে যাওয়ার পরপরই উপসাগরীয় আরব দেশগুলো এ সিদ্ধান্ত নেয়। আরব লীগের প্রস্তাব অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন বলা হয়।
জাতিসংঘের এক হিসেব অনুযায়ী সিরিয়াতে অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে এযাবৎ পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এরআগে কুয়েতের একটি পত্রিকা রিপোর্টে জানায়, জিসিসি চায় না যে তার পরিদর্শকরা মিথ্যা সাক্ষী হিসেবে সাব্যস্ত হোক।
জিসিসি দেশগুলোর মধ্যে রয়েছে বাহারাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদিআরব এবং আরব আমিরাত।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২