মোগাদিসু : সোমালিয়ায় আল-শাবাব বিরোধী অভিযানে নিয়োজিত ইথিওপীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী আল-শাবাব যোদ্ধারা।
সোমালিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত বেলেদিইন শহরে মঙ্গলবার সকালে ইথিওপীয় সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী ট্রাক বোমা হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সোমালিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত ঘাঁটিতে চালানো হামলায় ১০ ইথিওপীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সোমালিয়ার ইসলামপন্থী বিদ্রোহী দল আল-শাবাব।
ইথিওপীয় বাহিনী গত মাসে আল-শাবাব জঙ্গিদের হটিয়ে দিয়ে বেলেদিইন শহরটিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আত্মঘাতী হামলাকারী পরিচালিত বিস্ফোরক বোঝাই মিনি ট্রাকটি ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা ট্রাকটি লক্ষ্য করে গুলি চালালেও তা থামাতে ব্যর্থ হয়।
ট্রাকটি ঘাঁটিতে অবস্থিত একটি সরকারি ভবনে আছড়ে পড়ার সময় এর আত্মঘাতী চালক বোমার বিস্ফোরণ ঘটালে ভবনটি প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় বলে সংবাদ মাধ্যমকে জানায় প্রত্যক্ষদর্শীরা।
ইথিওপিয়া সোমালিয়ার বর্তমান সরকারের সমর্থনে আল-শাবাব বিদ্রোহীদের দমনে দেশটিতে সেনা মোতায়েন করেছে।
তবে দেশটি সাম্প্রতিক সময়ে সেনা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করে। ইথিওপিয়ার বাহিনী সরে গেলে আফ্রিকান ইউনিয়ন এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই স্থানান্তর সংঘটিত হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি কোনো পক্ষই।
বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২