ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬০ জনের প্রাণহানি

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, জানুয়ারি ২৫, ২০১২
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬০ জনের প্রাণহানি

পাপুয়া নিউগিনি: পাপুয়া নিউগিনিতে গত মঙ্গলবার ভূমিধসে দুটি গ্রাম কাদা পানিতে ঢেকে গেছে। বুধবার স্থানীয় গণমাধ্যগুলো জানিয়েছে, কমপক্ষে ৪০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।

এখনও ২০ জন নিখোঁজ রয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা কাদামাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করছে। বুধবার সন্ধ্যায় সর্বশেষ ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার হঠাৎ করেই ভূমিধস শুরু হয়। কিছূক্ষণের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকা কমোত এবং মেন্দি চাপা পড়ে যায়। দুর্যোগ কবলিত গ্রাম দুটির সড়ক যোগযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাংলাদশে সময়: ১৬৩০ ঘণ্টা জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।