বেইজিং: জাপানের বিশেষজ্ঞদের মতে আগামী চার বছরের মধ্যে টোকিওতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির বিজ্ঞানীরা।
দি ইউনির্ভাসিটি অফ টোকিও’স আর্থকোয়েক রির্সাস ইনস্টিটউট থেকে ভবিষ্যদ্বাণী করা হয়, শতকরা ৭০ভাগ সম্ভাবনা আগামী চার বছরের মধ্যে টোকিওতে ৭ রিখটার স্কেলে একটি ভূমিকম্প হবে।
মাত্র এক বছর আগে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৯ রিখটার স্কেলে একটি ভূমিকম্প আঘাত হানে যা পরে সুনামিতে পরিণত হয়। ওই ভূমিকম্পে ছয় হাজারের মত মানুষ মারা যায়। এছাড়া প্রায় পাঁচ হাজারের মত মানুষ নিঁখোজ রয়েছে।
সম্প্রতি সরকারিভাবে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
এ রিপোর্টে আরো বলা হয়, গত বছরে প্রায় ৭’শর মত ভূমিকম্প রের্কড করা হয়েছে যা রিখটার স্কেলে পাঁচ বা তার চেয়ে বেশি।
গত বছরের মার্চের এগার তারিখ দেশটিতে যে ভূমিকম্প হয়েছিল তাতে ফুকুশিমো-দা-ইচি নিউক্লিয়ার প্লান্টের ব্যাপক ক্ষতি হয়। ফলে প্লান্টটি থেকে যে পরিমাণ রাসায়নিক দ্রব্য বের হয় তাতে দেশটির ব্যাপক ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২