প্রিটোরিয়া : পৃথিবীর সবচেয়ে পুরনো ডাইনোসরের বাসার সন্ধান পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায়। এর আগে প্রাপ্ত ডাইনোসরের বাসার থেকে নতুন খুঁজে পাওয়া এই বাসাগুলো প্রায় দশ কোটি বছরের পুরনো!
ডাইনোসরের বাসার সন্ধানে থাকা জীবাশ্মতত্ববিদেরা দশটি আলাদা বাসার সন্ধান পান।
প্রাপ্ত জীবাশ্মগুলো প্রসারোপড মাসোসপনডাইলাস প্রজাতির ডাইনোসরের বলে ধারণা করছেন জীবাশ্মতত্ববিদেরা।
তাদের ধারণা এই মাসেসপনডাইলাসরা বাসায় ডিম পাড়ার জন্য ঘন ঘন ফিরে আসতো।
১৯০ মিলিয়ন বছর বয়সী এ যাবৎকালের সবচেয়ে পুরনো ডাইনোসরের এই বাসায় ডিমের পাশাপাশি পাওয়া গেছে ডাইনোসরের ভ্রুনাবস্থার ফসিল। তবে ন্যাশনাল একাডেমি অব সাইন্স এই আবিষ্কারের ব্যাপারে পরবর্তীতে আরো বিস্তারিত জানাবে বলে সংবাদমাধ্যম জানায়।
দক্ষিণ আফ্রিকার গোল্ডেন গেইট জাতীয় উদ্যানে অবস্থিত একটি ২৫ মিটার দৈর্ঘের খাদের মধ্য থেকে এই বাসাগুলো আবিষ্কার করা হয় বলে জানা গেছে। তবে এই এলাকার ছড়িয়ে থাকা শিলাস্তূপের ভেতর থেকে আরো বাসা খুঁজে বের করার আশা ছেড়ে দিচ্ছেন না অনুসন্ধানকারীরা। ডাইনোসরের বাসা খুঁজে বের করার অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা।
নতুন এই আবিষ্কার পৃথিবীতে ডাইনোসরের আগমন সংক্রান্ত এতদিনের পুরনো ধারণাকে বদলে দিতে যাচ্ছে। জীবাশ্মতত্ববিদরা ধারণা করছেন এই আবিষ্কার পৃথিবীতে ডাইনোসরের আগমনকাল সম্মন্ধে বিজ্ঞানীদের এতদিনের অনুমানকৃত ধারণাকে বদলে দিতে পারে। তবে তারা জানিয়েছেন নতুন এই আবিষ্কার নিয়ে আরো অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২