ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্টেট অব দি ইউনিয়ন

অর্থনৈতিক স্বচ্ছতার ডাক ওবামার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, জানুয়ারি ২৫, ২০১২
অর্থনৈতিক স্বচ্ছতার ডাক ওবামার

ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসে স্টেট অব দি ইউনিয়নের ভাষণে আয় বৈষম্যের তীব্র সমালোচনা করে কথা বলেছেন। ভাষণে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় পুনর্নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান।



যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে ওবামা জোর দিয়ে বলেন, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা দরকার, যা সবার স্বার্থে কাজ করে।

ওবামার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণে তিনি ধনীদের উদ্দেশে বেশি করে কর দেওয়ার আহ্বান জানান। অবশ্য এর তীব্র বিরোধিতা রয়েছে রিপাবলিকান শিবিরে।

‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি সেরে উঠছে, তবে এখনো বেকারত্বের হার ৮ দশমিক ৫ শতাংশ। ’

বার্ষিক স্টেট অব দি ইউনিয়নের ভাষণটি মার্কিন রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ঘটনা। এতে ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউস থেকে আগাম বছরের জন্য নীতি-ব্যবস্থাপনা থাকে। এ নিয়ে এটি ওবামার তৃতীয়বারের স্টেট অব্য দি ইউনিয়ন।

রিপাবলিকান নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় প্রেসিডেন্ট ওবামার ভাষণটি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে দেওয়া হয়। ওবামা আরো চার বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন করবেন।

ওবামা বলেন, ‘আমরা এমন একটি দেশের জন্য কাজ করতে পারি যেখানে সংকুচিত হতে থাকা লোকজন সত্যিই ভালো করবে। কোনো রকমে বেঁচে-বর্তে থাকা আমেরিকানের সংখ্যা বাড়ছে। ’

‘আমাদের এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে যেখানে প্রত্যেকেই একটি ইনজেকশন পাবে, ভাগ পাবে, প্রত্যেকেই একই ধরনের একগুচ্ছ নিয়ম মেনে চলবে’

তিনি বলেন, ‘ঝুঁকির মধ্যে যা রয়েছে, তা ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান মূল্যবোধ নয়, তা আমেরিকান মূল্যবোধ। সেগুলো ফিরিয়ে আনতে হবে আমাদের। ’

‘প্রতিদিন একই নিয়মে কঠোর পরিশ্রমরত লাখো আমেরিকান একটি সরকার চায় ও একটি অর্থনৈতিক ব্যবস্থা চায় যা সবার জন্য সমান। ’

তিনি বলেন, ‘এখনই সময় নিচ থেকে উঁচুস্তর পর্যন্ত সবক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করার। ’

বাংলাদেশ সময় : ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।